The Daily Adin Logo
সারাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৫ জুন ২০২৫

আপডেট: রবিবার, ১৫ জুন ২০২৫

সিরাজগঞ্জে যুবদলের তিন নেতাকে শোকজ

সিরাজগঞ্জে যুবদলের তিন নেতাকে শোকজ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর কাপড়ের হাটের ব্যবসায়ীদের মারধর, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর এনায়েতপুর থানা যুবদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজ প্রাপ্তরা হলেন, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক বাবুল হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক বাবুল আক্তার বশির ও সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানা যুবদলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় শোকজ প্রাপ্তরা দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণসহ ভয়ভীতি প্রদর্শন এবং দলের নাম ব্যবহার করে নানা রকম অপরাধমূলক কাজ করছেন।

যে কারণে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে দলীয় ভাবে কেনো স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা স্বশরীরে উপস্থিত হয়ে আগামী দুই দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.