সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর কাপড়ের হাটের ব্যবসায়ীদের মারধর, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর এনায়েতপুর থানা যুবদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ প্রাপ্তরা হলেন, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক বাবুল হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক বাবুল আক্তার বশির ও সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানা যুবদলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় শোকজ প্রাপ্তরা দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণসহ ভয়ভীতি প্রদর্শন এবং দলের নাম ব্যবহার করে নানা রকম অপরাধমূলক কাজ করছেন।
যে কারণে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে দলীয় ভাবে কেনো স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা স্বশরীরে উপস্থিত হয়ে আগামী দুই দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







