The Daily Adin Logo
সারাদেশ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নিখোঁজ নাছিমা, উদ্ধার হয়নি চার দিনেও!

গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নিখোঁজ নাছিমা, উদ্ধার হয়নি চার দিনেও!

পরিবারের সদস্যদের সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল ৮ বছরের শিশু নাছিমা আক্তার। এরপর অনুষ্ঠান থেকেই নিখোঁজ হয় সে। থানায় সাধারণ ডায়েরি করার চার দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি শিশুটি। পরিবারে নেমে এসেছে উদ্বেগ আর শোকের ছায়া।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটু আনন্দ উপভোগ করতে মা ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী হিলু বেপারীর ছেলে শিপন বেপারীর গায়ে হলুদের অনুষ্ঠানে যায় নাছিমা। সেখানে বান্ধবীদের সঙ্গে নেচে-গেয়ে সময় কাটায় সে। পরে রাত ১১টার দিকে তাকে পাশের ঘরে নানি আয়মুন নেছার কাছে রেখে বাড়ি ফিরে যান মা। এরপর থেকেই নিখোঁজ হয় স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করা নাছিমা।

শিশুটিকে খুঁজে পেতে আশপাশের পুকুর, ডোবা এবং সন্দেহজনক স্থানে তল্লাশি চালায় স্বজনরা। কিন্তু কোনো সন্ধান মেলেনি।

নাছিমার খালা সাবিনা বেগম বলেন, ‘গায়ে হলুদের অনুষ্ঠান থেকে আমার ভাগ্নিকে কে বা কারা নিয়ে গেছে, নাকি কোনো ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে কিছুই বুঝতে পারছি না। এর রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রতিবেশীরা বলছেন, অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটিকে পাওয়া যায়নি। থানায় জিডি করা হয়েছে। পুলিশ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্বব কুমার সরকার গণমাধ্যমকে জানান, শিশুটিকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তবে পরিবার থেকে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.