The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

যশোরে এবি পার্টির বৃক্ষরোপণ কর্মসূচি

যশোরে এবি পার্টির বৃক্ষরোপণ কর্মসূচি

যশোরের চৌগাছায় ‘বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস’ উপলক্ষে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। 

মঙ্গলবার (১৭ জুন) বিকালে উপজেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, চৌগাছা উপজেলা নেতা নাসিম রেজা নাহিদ, সাংবাদিক মেহেদী হাসান শিপলু, হারুনসহ আরও অনেকে।

এ সময় বক্তব্যে এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বর্তমানে মাত্র ১৫ শতাংশ বনাঞ্চল রয়েছে, যেখানে ন্যূনতম ২৫ শতাংশ থাকা প্রয়োজন। বড় গাছ নিধন, ফসলি জমি ও বনাঞ্চলে ঘনবসতির ফলে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভূগর্ভস্থ পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা এবং অপচয়ের কারণে চৌগাছার বিভিন্ন এলাকায় সেচ মৌসুমে টিউবওয়েল থেকে পানি পাওয়া যায় না। অন্যদিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠছে, যা কর্মজীবী মানুষের জন্য চরম কষ্টদায়ক হয়ে উঠেছে।’

রিপন মাহমুদ আরও বলেন, ‘আমাদের সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা-আবর্জনা পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। তাই এবি পার্টির পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি-নাগরিকরা যেন বেশি বেশি গাছ লাগান এবং পানির অপচয় রোধ করেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.