The Daily Adin Logo
সারাদেশ
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ১৮ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১৮ জুন ২০২৫

‘মাওলানা ভাসানীর আদর্শকে বুকে ধারণ করেই গড়ে উঠেছিলাম’

‘মাওলানা ভাসানীর আদর্শকে বুকে ধারণ করেই গড়ে উঠেছিলাম’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম পিন্টু বলেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মূল দর্শন ছিল— ‘অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত’। তার সেই আদর্শকে বুকে ধারণ করেই আমরা গড়ে উঠেছিলাম, আর ভবিষ্যৎ প্রজন্মকেও সেই পথেই হাঁটতে হবে।

বুধবার (১৮ জুন) সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, শিক্ষার্থীদের ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি অবিচল থাকতে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, কলেজের শিক্ষক, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.