The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

বুধবার, ১৮ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১৮ জুন ২০২৫

চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক

চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক

চাঁদপুরের হাজীগঞ্জে গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই গ্রাম পুলিশকে আটক করা হয়। 

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ওই গ্রাম পুলিশের বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে সংরক্ষণ করা হয়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে স্বপন সাহা স্থানীয় লোকজনের কাছ সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন আজ (বুধবার) সকালে তার বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পায়। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসতঘরের ভিতরে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চালের ১২টি খালি বস্তা দেখতে পান। এ সময় ৬ বস্তা চাল বিক্রি করার কথা স্বীকার করেন স্বপন।

অভিযুক্ত স্বপন সাহা বলেন, ভিজিএফের চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করে দিচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২ হাজার ১২৮ টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য রশিদ ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করেন।

চেয়ারম্যান আরও বলেন, স্বপনের সঙ্গে কথা হলে সে জানায়, আতপ চালের কারণে অনেকে খেতে চায়না। তাই বিক্রি করে দিছে। আর বিক্রিকৃত চালগুলো সে কিনেছে। এখন ইউএনও এর নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে, যে জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হোক।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, চাল জব্দসহ অভিযুক্ত গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাল ক্রয় করা ব্যাক্তির নাম বলতে পারেনি। কিন্তু কার কাছে সে চাল বিক্রি করেছে তা বলতে পারছে। বিতরণের সময় কেউ কেউ চাল পায়নি এমন অভিযোগও রয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.