The Daily Adin Logo
সারাদেশ
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৮ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১৮ জুন ২০২৫

চট্টগ্রামে রিকশা চালকদের মাঝে এনসিপির রেইনকোট বিতরণ

চট্টগ্রামে রিকশা চালকদের মাঝে এনসিপির রেইনকোট বিতরণ

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির  (এসিপি) উদ্যোগে রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে এনসিপি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর দুই নম্বর গেট এলাকায় এই রেইনকোট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপি চট্টগ্রাম মহানগরের সংগঠক কামরুল কায়েস চৌধুরী বলেন, ‘এনসিপি একটি গণমানুষের দল। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগ ও আদর্শকে ধারণ করে গড়ে উঠা এই দল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। 

তিনি আরও বলেন, বৃষ্টির দিনে দরিদ্র রিকশাচালকদের কষ্ট কিছুটা লাঘব করতেই আজ রেইনকোট বিতরণ করেছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে এই হতদরিদ্র মানুষগুলোর জীবন আরও সহজ হবে।’

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সংগঠক মো. বেলাল হোসেন, আনিকা ইসলাম মনি, উম্মে হানি তানিয়া, আরিফ ইফতেখার, মেহেদী হাসান প্রমুখ।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.