The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১৮ জুন ২০২৫

ব্র্যাকের কিশোরীদের নিয়ে  ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত 

ব্র্যাকের কিশোরীদের নিয়ে  ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত 

কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক  আবার কেউ হতে চিত্র শিল্পী, বিমানের পাইলট। যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প ও  ছবির মাধ্যমে উপস্থাপন করার মধ্যে দিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে ‘স্বপ্নের মেলা’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ জুন)  নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুরে মেলার উদ্বোধন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। 

মেলার পরিচালনা করেন অফিসার সেলপ রীমা আক্তার চৌধুরী ।
 
জানা যায়,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে  প্রতিরোধে ১৩ থেকে ১৭ বছরের কিশোরীদের নিয়ে স্বপ্নসারথি দল গঠন করা হয়েছে। এ দলকে নিয়ে প্রতি মাসে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ২৪ তম সেশনে সব স্বপ্নসারথির কিশোরীরা এ স্বপ্নের মেলার আয়োজনে করে। 
 
এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করে। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক , চিত্রশিল্পী পাইলট সহ যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প, ছবির মাধ্যমে উপস্থাপন করে। মেলায় তারা তিনটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে সেজে তিনটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়। এক এক করে সকলে তিনটি ষ্টল ঘুরে দেখে তাদের স্বপ্নের বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করে।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী বলেন, এ স্বপ্নের মেলায় তাদের স্বপ্নকে আরো প্রসারিত ও বাস্তবায়নে সহযোগিতা করবে।তাছাড়া তাদের বিভিন্ন হস্তশিল্প দেখে মনে হয়েছে তারা একটু সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.