The Daily Adin Logo
সারাদেশ
কুষ্টিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৭ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সাব্বির আহমেদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে। 

নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতোই রাতে সাব্বির ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুমের মধ্যেই তাকে সাপে কামড় দেয়। রাত আনুমানিক ৩টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি বলেন, ‘সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে।’ 

তবে কোন সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি ড. হোসেন ইমাম। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.