The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ২০ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২০ জুন ২০২৫

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত চার গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভাঙার ঘটনায় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর ও ফতেহপুরসহ কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। 

স্থানীয়রা জানান, হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। এমন পরিস্থিতি প্রতিবছরই সৃষ্টি হয়। তাঁরা দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কারের অভাবে পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উত্তর বরইয়া গ্রামের বাসিন্দা মো. মজিবুর হক খোকন জানান, বন্যার পানিতে তাঁর খামারের দুই থেকে আড়াই হাজার মুরগি মারা গেছে।

এদিকে, পানি উত্তর বরইয়া থেকে কিছুটা নামলেও দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুরসহ পার্শ্ববর্তী নিম্নাঞ্চলগুলোতে প্লাবিত অবস্থায় রয়েছে। ফুলগাজী বাজারেও পানি ওঠায় দোকানপাটের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ছাড়া পার্শ্ববর্তী পরশুরাম উপজেলা থেকেও নদীর পাড় দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

ফুলগাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই। নদী সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ করে এলাকাকে রক্ষার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। 

তিনি বলেন, ‘বন্যা থেকে রক্ষায় ৭ হাজার ৩৪০ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.