The Daily Adin Logo
সারাদেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সোমবার, ২৩ জুন ২০২৫

আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫

আগুনে পুড়ে ছাই তিন কৃষকের স্বপ্ন, অর্ধ কোটির ক্ষতি

আগুনে পুড়ে ছাই তিন কৃষকের স্বপ্ন, অর্ধ কোটির ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন কৃষকের বসতঘরসহ আসবাবপত্র, ধান-চাল এবং নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অর্ধ কোটিরও বেশি টাকা ক্ষতি হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে সরিষাবাড়ী পৌরসভার বাউসি চন্দনপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাউসি চন্দনপুর গ্রামের কৃষক খোরশেদ আলমের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মফিজ উদ্দিন এবং হাকিম মিয়ার বসতঘরেও।

আগুনে তিনটি বসতঘর, ধান, চাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ছেলে-মেয়েদের পড়ালেখার বইপত্র, পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে তিনটি বসতঘর এবং এর সঙ্গে থাকা সম্পদ পুরোপুরি পুড়ে যায়।
 
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.