The Daily Adin Logo
সারাদেশ
সুনামগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৩ জুন ২০২৫

আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫

দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলমান সংঘর্ষ, গোলাগুলি ও অস্ত্রের মহড়ার কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২২ জুন বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান একরার হোসেনের সমর্থিত সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে নৌকাযোগে পালানোর চেষ্টা করে। সেনা টহল দলের ধাওয়া খেয়ে তারা পার্শ্ববর্তী গাদিয়ালা গ্রামে গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীদের গুলির জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এবং সন্ত্রাসীদের প্রতিহত করে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে মো. আবু সাঈদ (৩৫) নামে এক সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া চারজন সন্ত্রাসী—তাজউদ্দীন, আমির উদ্দিন, হিরণ মিয়া ও জমির মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক, চারটি পাইপগান, একটি তাজা গুলি, ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানটি আজ সকাল সাড়ে ৮টায় শেষ হয়। আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত অস্ত্রশস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত মৃতদেহের ময়নাতদন্ত কার্যক্রম চলমান।

বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। আইনবহির্ভূত কোনো কার্যকলাপ সম্পর্কে তথ্য জানাতে সংশ্লিষ্ট সকলকে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.