The Daily Adin Logo
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধি

বুধবার, ২৫ জুন ২০২৫

আপডেট: বুধবার, ২৫ জুন ২০২৫

সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম, আসামিদের গ্রেপ্তার দাবি

সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম, আসামিদের গ্রেপ্তার দাবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটিতে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তালা উপজেলার ইসলামকারী গ্রামের মৃত পুরস্কর গুহের ছেলে ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রকাশ গুহ। 

তিনি অভিযোগ করে বলেন, গত ২১ জুন রাত ৮টার দিকে ইসলামকাটি দলিল লেখক অফিসের পাশে শহিদুল ইসলামের দোকানের সামনে দুই পক্ষের সালিশি বৈঠকে উপস্থিত হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানালে স্থানীয় সন্ত্রাসী রিপন শেখ, হাবিবুর রহমান খোকন শেখ ও রসুল গাজী ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তারা লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে প্রকাশ গুহকে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দায়ের করেছেন। কিন্তু এজাহার দায়েরের পর আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন প্রকাশ গুহ। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মহিদুজ্জামান মধুর নেতৃত্বে আসামিরা বিভিন্ন মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

প্রকাশ গুহ বলেন, ‘আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী একজন ত্যাগী রাজনীতিক। দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছি। এখনও শান্তিতে থাকতে পারছি না। যারা এক সময় সন্ত্রাস করতো, তারাই এখন নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।’

তিনি অভিযোগ করেন, ৪নং ওয়ার্ডে অধিকাংশ বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের। অথচ কথিত সন্ত্রাসীদের দাপটে তাদেরও নিরাপত্তা হুমকির মুখে।

তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.