The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

তালাকের দুই ঘণ্টা পরই পরকীয়া প্রেমিককে বিয়ে

তালাকের দুই ঘণ্টা পরই পরকীয়া প্রেমিককে বিয়ে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর সঙ্গে তালাকের মাত্র দুই ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন এক নারী। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এই ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে দক্ষিণ হিরন গ্রামের খায়রুল মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী চিতশী গ্রামের জেসমিন বেগমের বিয়ে হয়। দেড় বছর আগে তাদের সংসারে এক ছেলে সন্তানের জন্ম হয়।

খায়রুল মোল্লা জীবিকার প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে জেসমিনের সঙ্গে একই গ্রামের হাসিব শেখের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে হাসিব শেখ গোপনে জেসমিনের ঘরে প্রবেশ করলে তাদের অনৈতিক সম্পর্ক ধরা পড়ে। বাড়ির লোকজন দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে।

পরদিন বুধবার বিকেলে স্থানীয় সালিসে খায়রুল মোল্লাকে স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হয়। তালাকের মাত্র দুই ঘণ্টা পর দক্ষিণ হিরন ঘাঘর বাজার এলাকায় ৪ লাখ টাকা দেনমোহরে হাসিব শেখ ও জেসমিন বেগমের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর তারা জানান, একসঙ্গে থাকতে পেরে তারা খুশি। তবে শরিয়ত ও আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী জানান, ‘তালাকের পর ইদ্দতকাল না মেনে এভাবে তাৎক্ষণিক বিয়ে শরিয়ত ও আইনসম্মত নয়। যারা এ ধরনের সালিস করে অবৈধ কার্যক্রমে সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.