The Daily Adin Logo
সারাদেশ
ময়মনসিংহ ব্যুরো

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

জুলাই যোদ্ধা কার্ড পেলেন যুবলীগ নেতা তারা মিয়া

জুলাই যোদ্ধা কার্ড পেলেন যুবলীগ নেতা তারা মিয়া

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জুলাই যোদ্ধাদের জন্য বরাদ্দকৃত স্বাস্থ্য কার্ড পেয়েছেন স্থানীয় যুবলীগ নেতা তারা মিয়া। এ ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা উপেক্ষা করে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কার্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

স্থানীয় মশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম চমক ফকির বলেন, তারা মিয়া আমার ইউনিয়নের যুবলীগ সদস্য। তিনি কোনোভাবেই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না। অথচ তাকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনিয়ম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা আমার জানা ছিল না। আমরা মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী কার্ড বিতরণ করেছি। আবেদনকারী ঢাকায় আবেদন করলেও তার স্থায়ী ঠিকানা গফরগাঁও।

বিষয়টি জানার পর আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। যদি তিনি যথাযথ প্রমাণ দিতে না পারেন, তাহলে গেজেট বাতিল করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে তারা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। স্থানীয় প্রশাসনের সহায়তায় কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সালের জুলাই মাসে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে সরকার স্বাস্থ্য সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিতর্কিত একজন ব্যক্তিকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.