The Daily Adin Logo
সারাদেশ
ঝিনাইদহ প্রতিনিধি

শুক্রবার, ২৭ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২৭ জুন ২০২৫

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভোরে মোবারকগঞ্জ রেলস্টেশনের ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে সে নিহত হন।

নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। এলোমেলো চলাফেরা ছিল তার দৈনন্দিন আচরণের অংশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোডের জন্য চার নম্বর লাইনে নেওয়া হচ্ছিল। ওই সময় মেহেদী চলন্ত বগির নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অরুপ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.