The Daily Adin Logo
সারাদেশ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৭ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২৭ জুন ২০২৫

ফুলবাড়ীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৪

ফুলবাড়ীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৪

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস মোল্লা স্পেশাল ও অনলাইন পার্সেল পরিবহনকারী স্ট্রেটফাস্ট কর্ভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীর অবস্থা আশঙ্কাজনন। 

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের রাজারামপুর ফকিরপাড়া এলাকার গুপ্তা প্লাইউড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী কাভার্ড ভ্যান ও বিপরীত দিক থেকে আসা দিনাজপুর-ঢাকাগামী মোল্লা স্পেশাল বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চারজন।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কভার্ড ভ্যানের চালক সজিব হোসেন (৪৫) ও হেলপার আরিফুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়।

তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও কর্ভাট ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে এবং তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.