The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ২৮ জুন ২০২৫

আপডেট: শনিবার, ২৮ জুন ২০২৫

তিন সহস্রাধিক কবর খোঁড়া মনু ‍মিয়া আর নেই

তিন সহস্রাধিক কবর খোঁড়া মনু ‍মিয়া আর নেই

তিন সহস্রাধিক কবর খোঁড়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মনু মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, কবর খুঁড়ে মনু মিয়া পার করে দিয়েছেন তার ৬৭ বছরের জীবনের ৪৯ বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বখশিশ না নিয়ে এ পর্যন্ত খনন করেছেন ৩ হাজার ৫৭টি কবর।

স্থানীয় সূত্রে জানা যায়, কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি চৌদ্দটি ঘোড়া কিনেছেন। আর এ জন্য বিক্রি করতে হয়েছে তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি। পৈতৃক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার সংসার। দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে ঘোড়ায় চড়ে পৌঁছে যেতেন তিনি।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর গোরখোদক মনু মিয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি। আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.