The Daily Adin Logo
সারাদেশ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

রবিবার, ২৯ জুন ২০২৫

আপডেট: রবিবার, ২৯ জুন ২০২৫

ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে এটেনডেন্ট হিসেবে তার স্ত্রী ছিলেন।

গ্রেপ্তারকৃত সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন জোসেফ। অনলাইনে তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে জানা যায়, তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। সেসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ‘ইমিগ্রেশনের কাছে আগে থেকেই তথ্য ছিল যে, খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউপির সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সে অনুযায়ী আমাদের ইমিগ্রেশন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়। বেলা ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার নাম স্টপ লিস্টে থাকা দেখতে পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়। সঙ্গে থাকা স্ত্রীকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।’

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউপির সাবেক চেয়ারম্যানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে, তাই তাকে খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.