The Daily Adin Logo
সারাদেশ
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

রবিবার, ২৯ জুন ২০২৫

আপডেট: রবিবার, ২৯ জুন ২০২৫

১৪ বছর সংসারের পর স্ত্রীর তালাক, দুধ দিয়ে গোসল স্বামীর

১৪ বছর সংসারের পর স্ত্রীর তালাক, দুধ দিয়ে গোসল স্বামীর

নাটোরের নলডাঙ্গায় ১৪ বছর সংসারের পর স্ত্রীর দেওয়া তালাকের কষ্ট সহ্য করতে না পেরে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন চা দোকানি শাকিল মণ্ডল (৩২)। 

রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার মাধনগর বাজার এলাকায় প্রায় এক মণ (৪০ কেজি) দুধ দিয়ে গোসল করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মণ্ডল পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘ ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেন একই এলাকার তরুণী আঙ্গুরীকে। তবে দীর্ঘদিনের দাম্পত্য কলহের পর চলতি মাসের ১ তারিখে আঙ্গুরী তাকে তালাক দেন।

স্থানীয় কয়েকজন যুবক বলেন, এ ধরনের আচরণ এলাকায় বিরল। এটি আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বউ, শাশুরির নির্যাতনের কারণে সে আজ একমণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছে।

শাকিল বলেন, ‘আমি আঙ্গুরিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে সংসার করছিলাম। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দেবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে তালাক দেয়। কষ্টে আমি দুধ দিয়ে গোসল করেছি।’

জনগণের উদেশ্যে শাকিল মন্ডল বলেন, ‘আপনারা বিয়ের আগে পাত্রী নয়, পাত্রীর মায়ের সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন। না হলে আমার মতো পরিণতি হতে পারে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.