The Daily Adin Logo
সারাদেশ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ২৯ জুন ২০২৫

আপডেট: রবিবার, ২৯ জুন ২০২৫

নাগরপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

নাগরপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলের নাগরপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও তৌহিদী জনতা

রোববার (২৯ জুন) নাগরপুর সদর বাজারে এ বিক্ষোভ মিছিল হয়। এর আগে আজ ফজরের নামাজে আসা মুসল্লিরা মসজিদের ভিত্তিপ্রস্তরটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, ব্যবসায়ী আব্দুর রৌফ, মনসুর মিয়া, লৎফর রহমানসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসলমান।

বক্তারা বলেন, নাগরপুর সরকারী কলেজ প্রাঙ্গণ হচ্ছে এই অঞ্চলের প্রাণকেন্দ্র। এখানে মডেল মসজিদ নির্মিত হলে অনেক দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করতে পারবেন। অথচ কিছু স্বার্থান্বেষী হীনমনা মহল দীর্ঘদিন ধরে এই মসজিদ নির্মাণে বাধা সৃষ্টি করে আসছে। তারা দাবি করেন, যারা এই মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে তারা প্রকৃত মুসলমান নয়।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে একটি চক্র মডেল মসজিদটি নাগরপুর সদর থেকে তিন কিলোমিটার দূরে সরিয়ে নিতে চাচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থে। তারা বলেন, ২৮ জুন একটি অনলাইন পোর্টালে মডেল মসজিদ নির্মাণসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পরই রাতে দুর্বৃত্তরা ভিত্তিপ্রস্তরটি ভেঙে দেয়।

উল্লেখ্য, গত ২৬ জুন বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদের উদ্বোধনের কথা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.