The Daily Adin Logo
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৩০ জুন ২০২৫

আপডেট: সোমবার, ৩০ জুন ২০২৫

সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিধবাকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি মো. সিরাজ উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২৯ জুন) বিকেলে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সিরাজ উদ্দিন সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ এলাকার নবী মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্তরা একই এলাকার প্রতিবেশী। দুই বছর আগে ভুক্তভোগীর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ছেলে সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন।

গত ১১ মে রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সিরাজ ও তার সহযোগী ওসমান ভুক্তভোগীর মুখ চেপে ধরে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়।

সেখানে তার দুই হাত গামছা দিয়ে বেঁধে, মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। পরে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী ঘরে ফিরে মাকে ঘটনা জানান। পরবর্তীতে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে চরজব্বর থানায় আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। মামলা রুজুর পর থেকে এজাহারনামীয় আসামিরা পলাতক ছিল।

রোববার বিকেলে র‍্যাব-১১ (সিপিসি-৩, নোয়াখালী) ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে সিরাজ উদ্দিনকে মীরসরাই থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আসামি সিরাজ জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে কুমিল্লায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.