The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ৩০ জুন ২০২৫

আপডেট: সোমবার, ৩০ জুন ২০২৫

পাবনায় প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

পাবনায় প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

নতুন প্রেম। চলছিল ভালোই। ছেলের পরিবার কিশোর যুগলের সম্পর্ক মেনে নিলেও বাধা হয়ে দাঁড়ায় মেয়ের পরিবার। তারা আশায় ছিল দুই পরিবার এক হয়ে তাদের বিয়ে দেবে। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে প্রেমিকার বিয়ের খবর দেওয়া হলে ছেলেটি অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ জুন) পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া কিশোর গোলাম রাব্বি (১৫) ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

এ ঘটনায় নিহতেরর বড় ভাই রিয়াজ শেখ বলেন, ‘আমাদের পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে ছোট ভাই রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা দুজনে বাড়িতে কাউকে কিছু না বলে নিখোঁজ হয়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের বিয়ে দেওয়ার আশ্বাসে বাড়িতে নিয়ে আসি।’

রিয়াজ শেখ বলেন, ‘বিয়ের আশ্বাসে বাড়িতে নিয়ে আসা হলেও মেয়ের পরিবার কৌশলে মেয়েকে ঢাকায় তার এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সোমবার সকালে রাব্বির সঙ্গে ওই মেয়ের এক আত্মীয়ের কথা হয় এবং সে জানায় তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে।’

রিয়াজ শেখ অভিযোগ করে বলেন, ‘আমার ভাই এমন খবর শুনে বাড়ির সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আমার ভাইকে আত্মহত্যার প্ররোচণায় অভিযুক্ত ওই পরিবারের শাস্তি চাই।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস।

তিনি বলেন, ‘ঘটনাটি জানার পরই আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.