The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ৩০ জুন ২০২৫

আপডেট: সোমবার, ৩০ জুন ২০২৫

নতুন কর আরোপ ছাড়াই গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

নতুন কর আরোপ ছাড়াই গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

নতুন কোনো করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩০জুন) পৌরসভায় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা।

সংবাদ সম্মেলনে সুনন্দা সরকার প্রমা বলেন, ‘এ বাজেটে পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বাজারের ড্রেনসহ ফুটপাত নির্মাণ, বিভিন্ন খাল খনন, আরসিসি ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন প্রভৃতি।’

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, উপজেলা প্রকৌশলী অসীত বরণ দেব, গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব প্রমুখ। 

এদিন সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.