The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

গাজীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে এনসিপি

গাজীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে এনসিপি

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গাজীপুরের কালীগঞ্জে মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহীদদের বাড়িতে গিয়ে উপহারসামগ্রী তুলে দেন দলটির স্থানীয় নেতারা।

এদিন কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসান জুয়েলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। তারা শহীদ জুয়েলের কবর জিয়ারত করেন এবং স্মৃতিচিহ্ন হিসেবে দুটি ফলদ গাছের চারা উপহার দেন।

এ সময় শহীদ জুয়েলের বাবা আকবর আলী শেখ, মা ঝর্ণা বেগম, বড় ভাই জহিরুল হাসান শেখ, এনসিপির শরিফুল ইসলাম, আবু সাঈদ অয়ন, ফাহিম আলম ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দলটি নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে শহীদ তাজুল ইসলামের বাড়িতে যায় এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানায়।

এনসিপির এক নেতা বলেন, ‘শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের পরিবারের পাশে থেকে আমরা আমাদের নাগরিক দায়বদ্ধতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জাকারিয়া হাসান জুয়েল ও তাজুল ইসলাম।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.