The Daily Adin Logo
সারাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

বুধবার, ০২ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ০২ জুলাই ২০২৫

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা, মরদেহ নিয়ে গেল বিএসএফ

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা, মরদেহ নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের পিতা নুর ইসলাম জানান, দুপুরে আমার ছেলেসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার অতিক্রম করে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় সেখানকার ৩২ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা দুই রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় বাবু।

তিনি আরও জানান, ঘটনার পর বিএসএফ সদস্যরা তার ছেলের মরদেহ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। ভারতের কৃষ্ণগঞ্জ থানার শক্তিনগর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, কয়েকজন স্বর্ণ চোরাকারবারির ওপর বিএসএফ গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলটি বাংলাদেশের সীমান্ত থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে।

ঘটনার পরপরই পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.