The Daily Adin Logo
সারাদেশ
কুমিল্লা প্রতিনিধি

শনিবার, ০৫ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লায় মা-ছেলে-মেয়েকে হত্যা: গ্রেপ্তার ৬

কুমিল্লায় মা-ছেলে-মেয়েকে হত্যা:  গ্রেপ্তার  ৬

কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৫ জুলাই) দুপুরে র‍্যাব সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব সদর দপ্তর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারেরে ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানাননি র‍্যাবের এই কর্মকর্তা।

গতকাল শুক্রবার দিনগত রাতে ৬৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের মেয়ে রিক্তা আক্তার। এর আগে এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে।

নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। ওই সময় হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। তিনি বর্তমানে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.