The Daily Adin Logo
সারাদেশ
হবিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ০৭ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ০৭ জুলাই ২০২৫

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেপ্তার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা সাকিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চার নেতাকর্মীর ওপর সশস্ত্র হামলার মামলায় প্রধান আসামি ও সংগঠনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ১১ মে, হবিগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাসী হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন আহত ভুক্তভোগী মাহদী। এজাহারে বলা হয়, ৯ মে বিকেলে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আহমদ রেজা হাসান মাহদীসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

মাহদীর অভিযোগ অনুযায়ী, বহিষ্কৃত নেতা এনামুল হক সাকিব পূর্বপরিকল্পিতভাবে সঙ্গীদের সঙ্গে নিয়ে এই হামলা পরিচালনা করেন। আহতদের তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ৬ মে এনামুল হক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংস আচরণ এবং মামলা বাণিজ্যের অভিযোগ আনা হয়েছিল। সংগঠনের জেলা আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীর যৌথ নির্দেশে এ সিদ্ধান্ত গৃহীত হয়, যা জেলা মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.