The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সমুদ্রে নেমে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

সমুদ্রে নেমে চবির ৩ শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু এবং দুইজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হিমছড়ি পয়েন্টের সাগর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম কে এম হাসানুর রহমান সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে, বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আপেল মাহমুদ জানান, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। তারা সকালে হিমছড়ি পয়েন্টে যান। এদের মধ্যে দুজন সাগরের পাশের বাঁধে বসেছিলেন এবং বাকি তিনজন পানিতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল ঢেউয়ে তিনজনই ভেসে যান।’

পরে উদ্ধারকর্মীরা কে এম হাসানুর রহমান সাবাবের মরদেহ উদ্ধার করেন। তবে অরিত্র ও আসিফ এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, ‘বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র এখন উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.