The Daily Adin Logo
সারাদেশ
ভোলা প্রতিনিধি

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভোলায় অস্ত্রসহ আ. লীগের ৩ নেতা আটক

ভোলায় অস্ত্রসহ আ. লীগের ৩ নেতা আটক

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে যৌথ অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। সোমবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন: ঢাকার শের-ই-বাংলা থানা আওয়ামী লীগের নেতা মো. উজ্জল হোসেন (৪২), চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫) এবং সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ভোলা দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে চরসামাইয়ার বড় চরসামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় রাত ২টার দিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে তিন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, ‘আটক নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান কার্যকর ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.