The Daily Adin Logo
সারাদেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু

সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষিমেলা। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সার, কীটনাশক ও কৃষিযন্ত্রপাতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে মেলার উদ্বোধন করেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।

মেলার মাধ্যমে কৃষক, কৃষি উদ্যোক্তা ও সাধারণ জনগণের মধ্যে কৃষিবিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে অংশগ্রহণকারী কৃষকরা আধুনিক প্রযুক্তি, উন্নত জাত ও সাশ্রয়ী চাষাবাদের পদ্ধতি সম্পর্কে অবগত হচ্ছেন, যা মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন ও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মেলায় বিভিন্ন কর্নার ও প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মডেল গ্রাম, আইপিএম (সমন্বিত কীটনাশক ব্যবস্থাপনা) কর্নার, জৈব কৃষি কর্নার, প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক, পলিনেট নার্সারি, খামার যান্ত্রিকীকরণ কর্নার, ই-কৃষি কর্নার এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র।

আয়োজকদের বিশ্বাস, এই মেলা কৃষিভিত্তিক প্রযুক্তি ও জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.