The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ০৯ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মাদকবিরোধী অভিযানে অর্থ লুট, সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ বরখাস্ত ৩

মাদকবিরোধী অভিযানে অর্থ লুট, সাবেক ডিবি প্রধান হারুনের ভাইসহ বরখাস্ত ৩

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহাদিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে এক নারীর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা লুটপাটের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন-টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান। জানা গেছে, জিয়াউর রহমান পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ছোট ভাই।

সাবেক নারী কাউন্সিলর ছালেহা বেগম লিখিত অভিযোগে জানান, গত ১৮ জুন সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে কোনো মাদকদ্রব্য না পেলেও অভিযুক্ত কর্মকর্তারা গাড়ির তেলের খরচ বাবদ ২০ হাজার টাকা দাবি করেন। তখন তিনি ১০ হাজার টাকা দেন এবং পরে মোবাইল ফোনে আরও ১০ হাজার টাকা পাঠাতে বলেন তারা।

পরবর্তীতে কর্মকর্তারা আবার বাড়িতে ঢুকে আসবাবপত্র তছনছ করেন এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানোর নাটক সাজান। অভিযানের সময় ছালেহা বেগমের ঘর থেকে ৬ লাখ ৬৬ হাজার টাকা এবং তাঁর ছেলের ঘর থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।

ছালেহা বেগম আরও বলেন, তাদের প্রশ্ন করলে আমাদের ভয়ভীতি দেখায় এবং জোরপূর্বক ভিডিও রেকর্ড করে। সবচেয়ে বেশি নির্যাতন করেছে সহকারী উপ-পরিদর্শক শামীম আল আজাদ। তিনি আমার হাত ধরে টানাহেঁচড়া করেছেন, লাঠি দিয়ে ভয় দেখিয়েছেন এবং আমার গোপন টাকাও নিয়ে নিয়েছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন বলেন, অভিযানের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন। অভিযুক্ত তিন কর্মকর্তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, সহকারী উপ-পরিদর্শক শামীম আল আজাদকে আদালতের প্রসিকিউশন শাখায় সংযুক্ত করা হলেও তিনি এখনও যোগদান করেননি। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.