The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১১ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ভারতে গেল প্রধান উপদেষ্টার পাঠানো আম

ভারতে গেল প্রধান উপদেষ্টার পাঠানো আম

ভারতের ত্রিপুরা রাজ্য সরকার এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতে পাঠানো হয়।

প্রতি বছরই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার্থে বাংলাদেশ সরকার ত্রিপুরা রাজ্য সরকার ও উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠিয়ে থাকে। এর বিপরীতে ভারতও বাংলাদেশ সরকারের জন্য ত্রিপুরার বিখ্যাত ও রসালো কুইন জাতের আনারস উপহার হিসেবে পাঠায়।

এবার ৬০টি কার্টনে করে মোট ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামক একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই আম সরবরাহ করে। আমগুলো আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সকল ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড়করণ করা হয়েছে।

উল্লেখ্য, আম ও আনারস ছাড়াও প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়ে থাকে। এই উপহার বিনিময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক বন্ধন জোরদার করে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.