ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক ওবায়দুর হোসেনের মরদেহ আড়াই মাস পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার গোপালপুর সীমান্তের পিলার ৪৭/৪-এস সংলগ্ন শূন্যরেখায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওবায়দুরের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
স্থানীয় সূত্র জানায়, বিএসএফের মধুপুর ক্যাম্প ও মহেশপুর ৫৮ বিজিবির মাটিলা বিওপির কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করা হয়।
মরদেহ গ্রহণকালে নিহত ওবায়দুর হোসেনের মা নাসিমা বেগম, বাবা হানেফ আলী, মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান এবং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দীন মিয়া উপস্থিত ছিলেন।
গত ২৭ এপ্রিল রাতে গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে ওবায়দুর হোসেন বিএসএফের গুলিতে নিহত হন। তিনি ঢাকায় গাড়ি চালাতেন। সেদিন রাতে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও গুলিতে নিহত হন ওবায়দুর। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।
এ ঘটনায় ২৭ মে ২০২৫ তারিখে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম পাতায় ‘ছেলের ছবি হাতে কাঁদতেই চলেছেন মা নাসিমা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মরদেহ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে নিহত ওবায়দুর হোসেনের মরদেহ ভারতীয় কর্তৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







