The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৪ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ১৪ জুলাই ২০২৫

খেলাফতের প্রার্থীর ফ্রেমে যুবলীগ নেতা, পোস্টার ভাইরাল

খেলাফতের প্রার্থীর ফ্রেমে যুবলীগ নেতা, পোস্টার ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সনের ছবিসংবলিত একটি পোস্টার ছড়িয়ে পড়েছে।

পোস্টারে দেখা গেছে—শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি উপরে রয়েছে, অন্য পাশে সাবেক এমপি নিক্সনের পাশে আরেক নেতাকে দেখা যাচ্ছে।  সবশেষে বড় করে রয়েছে খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লার ছবি।

পোস্টারে লেখা—‘আসন্ন চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী।’ এ পোস্টারে তিনি দোয়া ও সমর্থন চেয়েছেন।

পোস্টারটি কে বা কারা প্রকাশ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে কি না, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

এ বিষয়ে খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা গণমাধ্যমকে জানান, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল আমার ছবি ব্যবহার করে এসব পোস্টার ছড়াচ্ছে।

তিনি কোনোদিন নিক্সন চৌধুরী বা আওয়ামী লীগের কর্মী ছিলেন না বলে জানিয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.