The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৪ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ১৪ জুলাই ২০২৫

যাত্রীবাহী ১৫ বগি রেখেই চলে গেল ট্রেন, বুঝতেই পারেননি চালক

যাত্রীবাহী ১৫ বগি রেখেই চলে গেল ট্রেন, বুঝতেই পারেননি চালক

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি নেই। তবে সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় আজিমনগর স্টেশনে আসতেই ট্রেনটি থেমে যায়।

পরে যাত্রীরা খেয়াল করে দেখেন ট্রেনের ইঞ্জিন নেই, কেবল ১৫টি বগি পড়ে আছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেনের বগি রেখেই ইঞ্জিন চলে যায়।

আজিমনগর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা ৫৭ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছায়। তখনই ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এগিয়ে যেতে থাকে।

ঘটনাটি বুঝতে পেরে কর্তৃপক্ষ দ্রুত কন্ট্রোল রুম এবং চালকের সঙ্গে যোগাযোগ করে। পরে ইঞ্জিনটি ফিরে আসে এবং ১০ মিনিটে বগিগুলো সংযুক্ত করে আবার যাত্রা শুরু করে।

আজিমনগর স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, ‘স্টেশনে আসার পর হঠাৎ ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিই। পরে ইঞ্জিন ফিরে আসে এবং বগিগুলো আবার জোড়া লাগিয়ে গন্তব্যে রওনা দেয় ট্রেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ১০ মিনিটের বিলম্ব হয়েছে মাত্র।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.