The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় দুটি ট্রলারসহ সে দেশের ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (১৪ জুলাই) রাতে মোংলাবন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার আটক করা হয়।

এই তথ্য নিশ্চিত করেন মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন আটক ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি শনাক্ত হলে টহল জাহাজ তা অনুসরণ শুরু করে। এ সময় ট্রলার দুটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেগুলোকে আটক করা হয়। এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.