The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ১৬ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাংলোয় হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় বাংলোর পাশের একটি ভবনে আগুন ধরে যায়।

দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলাকারীদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুর ২টার দিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। 

এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করেছেন।

বিকেল ৩টার দিকে পদযাত্রা শুরুর পর আবারও হামলা চালানো হয়। এরপর পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে সকালে কর্মসূচি শুরুর আগে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের আরও তিন সদস্য আহত হন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.