The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছরের তাসলিমা

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছরের তাসলিমা

১৭ বছর বয়সের এক কিশোরের সঙ্গে পালিয়ে গেছেন ৪০ বছর বয়সি এক গৃহবধূ। ওই গৃহবধূ ২২ বছরের সংসার জীবনে দুই সন্তানের জননী। তার বড় মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ছে। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে। ওই গৃহবধুর নাম তাসলিমা খাতুন। তিনি একই গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী। আর কিশোরের নাম মেহেদী হাসান। তারা সম্পর্কে প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ বছর বয়সি মেহেদী হাসানের সঙ্গে পালিয়ে গেছেন প্রতিবেশী হালিমা খাতুন। মেহেদী সম্পর্কে তাসলিমার নাতি-সমতুল্য। ছোটবেলা থেকেই মেহেদী তার নানাবাড়িতে বড় হলেও স্থায়ীভাবে তার পরিবারের ঠিকানা বাবরা গ্রামেই। পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা হওয়ায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। একপর্যায়ে তা পরিণত হয় পরকীয়ায়।

তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রী বলেন, ‘গত ১১ তারিখ রাতে পাশের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে স্ত্রীকে মেহেদীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাই। তখন সংসার ভেঙে যাবে ভেবে প্রথমে কাউকে কিছু বলিনি।’

তিনি হতভম্ব হয়ে আরও বলেন, ‘সকালে দেখি, মেহেদী আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এখন ছোট ছেলে না খেয়ে ছটফট করছে। কীভাবে পারল সে, এক নাবালক ছেলের সঙ্গে পালিয়ে যেতে! আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার পর মেহেদীর বাবা টোটন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলেও ছেলের সঙ্গে এখনো কোনো যোগাযোগ সম্ভব হয়নি। মেহেদীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় হতবাক হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.