The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

ছেলের হাত ধরে ট্রেন রাস্তা পার হচ্ছিলেন মায়া (৬০)। হঠাৎ ট্রেন এসে কেরে নিল তার প্রাণ। ছেলের চোখের সামনেই মরতে হলো তাকে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নাটোরের রালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত মনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তার জামাইবাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে চড়ার জন্য। ওই সময় তার সঙ্গে ছিলেন ছেলে।

ট্রেন আসার মুহূর্তে তারা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে ট্রেনটি। ছেলের চোখের সামনেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম অনুযায়ী তদন্ত এবং কাগজপত্র প্রক্রিয়া চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.