The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ নির্মাণ শ্রমিকের

চট্টগ্রামে ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ নির্মাণ শ্রমিকের

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল ভবনে নির্মাণকাজ করার সময় নয়তলা থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন। 

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগের মর্গে রাখা হয়।

নিহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের চর কালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, সুবর্ণচরের সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং সুবর্ণচরের চর নাঙ্গলিয়া এলাকার আবুল কালামের ছেলে রাশেদ।

দুর্ঘটনার খবর পেয়ে সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের সভাপতি ও পিবিআই চট্টগ্রাম জেলার এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, দপ্তর সম্পাদক মনির উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম ও শহীদুল ইসলাম, নির্মাণ শ্রমিক সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক নুর আহম্মদসহ শতাধিক ব্যক্তি চমেক হাসপাতালে উপস্থিত হন।

এ ঘটনায় সমিতির পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি শোক জানানো হয়েছে এবং আইনি ও অন্যান্য সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.