The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ১৯ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ১৯ জুলাই ২০২৫

মেহেরপুরে সড়কে ঝরল ২ প্রাণ

মেহেরপুরে সড়কে ঝরল ২ প্রাণ

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে মন্টু হোসেন (৫২) ও মোটরসাইকেল আরোহী রনি (১৮) হচ্ছেন তেরাইল গ্রামের পূর্ব পাড়ার রতন আলীর ছেলে।

এ সময় ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোটরসাইকেলের চালক মোস্তাক হোসেন (২০) আহত হন।

স্থানীয়রা জানান, কৃষক মন্টু হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মন্টু হোসেন চলন্ত একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। একই মোটরসাইকেলে থাকা চালক মোস্তাক হোসেন ও তার বন্ধু রনিও মারাত্মক আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে মোস্তাক ও রনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রনির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.