The Daily Adin Logo
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার, ১৯ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ১৯ জুলাই ২০২৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা কামরুল হাসান খোকন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে রাতে তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

ঠাকুরগাঁও পুলিশ ও জেলা কারাগার সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকায় মারা যান কামরুল হাসানের মা নুরজাহান বেগম (৮২)।

পরে পারিবারিক আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পুলিশের কড়া পাহারায় তিনি জানাজা ও দাফনে অংশ নেন।

জানাজা অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও শহরের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। পরে ওয়াবদা জামে মসজিদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। প্যারোলে নির্ধারিত সময় শেষ হলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

কামরুল হাসান খোকন ১৯৯১-৯৫ সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০২-০৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং ২০১১-১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর আদাবর ও শ্যামলী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের অভিযোগে মাহফুজুল হক নামের একজন আন্দোলনকারী আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়।

পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকার আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.