The Daily Adin Logo
সারাদেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ২০ জুলাই ২০২৫

আপডেট: রবিবার, ২০ জুলাই ২০২৫

উল্লাপাড়ায় আগুনে ৮ বাড়ি পুড়ে ছাই

উল্লাপাড়ায় আগুনে ৮ বাড়ি পুড়ে ছাই

ভূমিহীন ছিলাম, আবার হয়ে গেলাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার এনায়েতপুরের আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিবারগুলো।

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর তারা কিছুই ঘর থেকে বের করতে পারেননি। আগুনে ঘরের আসবাব, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্র, গবাদি পশু, খাদ্যশস্যসহ সবকিছু পুড়ে যায়।

এ ঘটনা বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাত হয় প্রথমে তপন দত্তের বাড়ি থেকে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ৮টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়।’

পুড়ে যাওয়া বাড়ির মালিকরা হলেন- সুকুমার রায়, মাধবী মালি, তপন দত্ত, শংকর কুমার, গৌতম কুন্ডু, সঞ্জীব দাস, বিমল দাস ও সুমন মালি।

ক্ষতিগ্রস্ত মাধবী মালি, সুকুমার রায়, শংকর মালি ও সঞ্জীব দাস জানান, তারা ভূমিহীন হিসেবে সরকার থেকে আদর্শগ্রামে বসবাসের জন্য জায়গা পেয়েছিলেন। এখন সেই আশ্রয় হারিয়ে আবার নিঃস্ব হয়ে গেছেন।

তারা আরও বলেন, ‘ভূমিহীন ছিলাম, আশ্রয় পেয়েছিলাম- এখন আবার গৃহহীন হয়ে গেলাম।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা।

ইউএনও বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল ও আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া তাদের জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণে সহায়তা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.