The Daily Adin Logo
সারাদেশ
কক্সবাজার ব্যুরো

সোমবার, ২১ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২১ জুলাই ২০২৫

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের জুলাই পদযাত্রা

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে শেষ হলো চট্টগ্রাম অঞ্চলের জুলাই পদযাত্রা

চট্টগ্রাম অঞ্চলের জুলাই মাসের পদযাত্রা শেষ হয়েছে চট্টলার বীর সন্তান শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্য দিয়ে। চট্টগ্রাম শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে এই পদযাত্রা শেষ হয় হালিশহরে শহীদের কবরস্থান প্রাঙ্গণে।

এ সময় অংশগ্রহণকারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

বক্তারা শহীদ ওয়াসিম আকরামের বীরত্বগাথা স্মরণ করে বলেন, এই দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়।

জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের মধ্যে এই আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতে হবে, যাতে করে তারা সাহস, সত্য এবং ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.