The Daily Adin Logo
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধি

সোমবার, ২১ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২১ জুলাই ২০২৫

বাসায় বসেই সাতক্ষীরার ৮ থানায় করা যাবে জিডি

বাসায় বসেই সাতক্ষীরার ৮ থানায় করা যাবে জিডি

সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি (জেনারেল ডায়রি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত ১২টার পর সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় জেলার প্রতিটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি চালু হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ বা সাধারণ ডায়রি করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ও মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষকে আরও দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে থানায় গিয়ে সময় ও ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে বসে অনলাইন জিডি করতে পারবেন।

তিনি আরও বলেন, অনেক সময় থানায় গিয়ে ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। এখন যার যার বাড়ি থেকে বাড়িতে বসে এই কাজটি সে করতে পারবে। হুমকিসহ বিভিন্ন ধরনের জিডিও এখন ঘরে বসেই অনলাইনে করা যাবে, তবে কেউ চাইলে আগের মতোই থানায় এসেও জিডি করতে পারবেন।

সাতক্ষীরা জেলার প্রত্যেকটি থানায় কম্পিউটার অপারেটরসহ সকল লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হয়েছে, যা জনগণকে সর্বোত্তম সেবা প্রদানে সহায়তা করবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.