The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ২৩ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তে নিহত তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত স্বজন

বিমান বিধ্বস্তে নিহত তানভীরের লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত স্বজন

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী তানভীর আহমেদের লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তানভীরের এক স্বজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়।

তানভীর আহমেদ (১৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগরভাতগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মারা যান তানভীর।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, তানভীরের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মির্জাপুর নেওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা তাঁর এক স্বজন আহত হন।

ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ও নিকটস্থ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত স্বজনকে উদ্ধার করেন এবং তানভীরের মরদেহ অন্য একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠিয়ে দেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম বলেন, তানভীরের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মৌচাক এলাকায় এসে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সহায়তায় মরদেহ অন্য গাড়িতে স্থানান্তর করা হয়।

নিহত শিক্ষার্থী তানভীরের অকাল মৃত্যুতে মির্জাপুরের নগরভাতগ্রাম এলাকায় গভীর শোক বিরাজ করছে। তার ওপর মরদেহবাহী গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় মানুষ আরও শোকাহত হয়ে পড়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.