The Daily Adin Logo
সারাদেশ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের পদ্মা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খান সন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ডভ্যান ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই পেছন থেকে আসা পূর্বাসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি কাভার্ডভ্যান ও বাসের মধ্যে চেপে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

মাইক্রোবাসের যাত্রী মাসুদ ও ফিরোজা ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় উদ্ধার করা হয় মাইক্রোবাসে থাকা আরও দুজনকে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.