The Daily Adin Logo
সারাদেশ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটি, সাধারণ কমিটি ও এনজিও ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড, স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, নেসকোর সহকারী প্রকৌশলী মামুন বেপারী, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও নাজিম উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন এনজিও ফোরামের সভাপতি কাওছার আলী, সম্পাদক তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.