The Daily Adin Logo
সারাদেশ
বগুড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা, লাপাত্তা প্রেমিক

প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা, লাপাত্তা প্রেমিক

বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা দুইদিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। তবে প্রেমিক গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের নতুনপাড়ার শাহিন মিয়ার ছেলে ময়নুল হাসান সাদিকের (২২) সঙ্গে কদমতলী এলাকার তারুন মিয়ার মেয়ে তানিয়া আক্তারের (২০) দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। তানিয়া স্থানীয় একটি কলেজের ছাত্রী।

তানিয়া জানান, প্রেমের সময় নানা প্রতিশ্রুতি ও বিয়ের আশ্বাস দিয়ে সাদিক তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। এমনকি কয়েক মাস আগেও তিনি সাদিকের বাড়িতে অবস্থান করেন। তবে সম্প্রতি সাদিক হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেন।

এরপর গত বুধবার (২৩ জুলাই) সাদিক তাকে পুনরায় নিজের বাড়িতে নিয়ে যান বিয়ের আশ্বাস দিয়ে। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর তিনি সেখান থেকে সরে পড়েন এবং তার মোবাইল ফোন বন্ধ করে দেন। এমনকি ফেসবুক আইডিও ব্লক করে দেন।

তানিয়া বলেন, ‘সাদিক আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে এসে এখন গা ঢাকা দিয়েছে। তার পরিবারের লোকজনও তালবাহানা করছে, কাবিননামা নিয়ে দর কষাকষি শুরু করেছে। আমি বিয়ে না করে এখান থেকে কোথাও যাব না। এলাকার সচেতন মানুষ ও প্রশাসনের সহযোগিতা চাই।’

সাদিকের বাবা শাহিন মিয়া বলেন, ‘দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, সমঝোতা হলে বিয়ের ব্যবস্থা করা হবে।’

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.