The Daily Adin Logo
সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত

থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত

গাইবান্ধার সাঘাটা থানায় দায়িত্বরত অবস্থায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন এএসআই মহসিন আলী। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে থানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দায়িত্বরত সেন্ট্রি সিরাজুল ইসলামের অস্ত্র টানাটানির চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় দায়িত্বে থাকা এএসআই মহসিন আলী ওই ব্যক্তিকে বাধা দিলে সে ধারালো ছুরি দিয়ে মহসিনের কপাল ও হাতের নখে আঘাত করে পালিয়ে যায়।

পরে থানা পুলিশ ও স্থানীয়রা তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফ দিয়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় ভর্তি থাকায় এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।

থানার ওসি বাদশা আলম জানান, হামলাকারী ব্যক্তিটির মানসিক সমস্যা থাকতে পারে। তার পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাকে আটকের জন্য তল্লাশি অব্যাহত রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.